ভোলার চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষনে মাকসুদা বেগম (২৫)নামে এক গৃহবধূর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চরফকিরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদা ওই গ্রামের মো.ইউসুফের স্ত্রী। এবং দক্ষিন আইচা থানার পূর্ব চরআইচা গ্রামের বাসিন্দা মো.মাজেদের মেয়ে।তিনি এক সন্তানের জননী ছিলেন।

নিহতের বাবা মাজেদ জানান, ৫ বছর আগে শশিভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আবুল কাশেম মাঝির ছেলে ইউসুফের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মাকসুদার। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে বিভিন্ন সময়ে মাকসুদার উপর নির্যাতন ও মারধর করতেন তার শাশুড়ী,ননদ এবং স্বামী ইউসুফ। মারধরের ঘটনায় স্থানীয়ভাবে কয়েকবার শালিস বিচার করা হয়।

তিনি আরো জানান,গত সোমবার মেয়ে নাতনীসহ আমার বাসায় বেড়াতে আসে।বেড়ানো শেষে জামাই এসে গতকাল দুপুরে মেয়েকে নিয়ে যায়।রাতেই ফোন আসে মেয়ে মারা গিয়েছে। তবে আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে বলেও দাবী করেন তিনি।

এদিকে ঘটনার পরপরই নিহতের স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক হন।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তারিক হাসান জানান,সুরতাহাল প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছেন ওই গৃহবধূ। তবে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE