বিজয় দিবসে ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর র‌্যালী, দোয়া ও আলোচনা সভা

নিউজ ডেস্ক।।

ভোলায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা ও বর্ণাঢ্য রেলি আয়োজন করা হয়। আজ সকাল এগারোটায় আদর্শ একাডেমী প্রাঙ্গণে মহান শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আলোচনা এবং মহান শহীদদের রুহের মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াত ও রাসুলের প্রতি দরুদ পেশ করে দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে ভোলা আইডিয়াল মাদ্রাসা ও আদর্শ একাডেমির প্রাঙ্গন থেকে একটি রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদর্শ একাডেমীর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় রেলিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার আমির মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবি আমির নজরুল ইসলাম,  সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির, ভোলা পরও আমির জামাল উদ্দিন, উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, জেলা কর্ম পরিশোধ সদস্য মাস্টার আমির হোসাইন, অধ্যক্ষ জিয়াউল মোর্শেদ , অর্থ সম্পাদক বেলায়েত হোসেনসহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ /  টিপু সুলতান

SHARE