ভোলায় বিজেপি’র র্র্যালী মানুষের ঢলে বিজয় মিছিলে পরিণত

 

টিপু সুলতান  ঃ জাতীয় বিজয় দিবস উপলক্ষে ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র বিজয় র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলায় এ বিজয় রেলি সাধারণ মানুষের জনশ্রুতে বিজয় মিছিলে পরিণত হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা বিজেপি ও অঙ্গসংগঠনের আয়োজনে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলার বাংলা স্কুল মাঠে ভাষানী মঞ্চ থেকে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে মহান বিজয় দিবসের বিজয় র্র্যালী বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফ্যাস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলার প্রশাসনিক অঞ্চল বিজেপির জেলা কার্যালয়ের সামনের সড়কে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে বিজয় র্র্যালী শেষ করে।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাছিম বিল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ নূরনবী ও অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ভোলা সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বশার বুলবুল, জেলা যুব সংহতির সভাপতি নূরে আলম টিটু, সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ হোসেন মিয়াজী, জেলা ছাত্র সমাজের আহবায়ক মানষ ঘোষ শান্ত, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ পারভেজ, স্বেচ্ছাসেবক ও যুব সংঘতির নেতা মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সর্দার কামাল হোসেনসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
রেলি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বিজেপি নেতারা বলেন, বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে আগামীর ভোলা হবে স্বাস্থ্য সমৃদ্ধ সুশিক্ষিত শিক্ষা টেকসই এক উন্নয়নের নগরী। বিজয় রেলিটি এ সময় হাজারো মানুষের উপস্থিতিতে বিজয় মিছিলে পরিণত হয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE