ভোলা নিউজ (বিশেষ প্রতিনিধি) মোঃ নুরুল আহাদ তসলিম।
ভোলা জেলার অন্যতম উপজেলার হলো তজুমদ্দিন। তজুমদ্দিন উপজেলায় প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের জন্য যে কজন শিক্ষক ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ধীরেন্দ্রনাথ শীল স্যার। তিনি খোশনদী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।এর পূর্বে মধ্য চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। তাঁর দীর্ঘ বছর শিক্ষকতা জীবনে ছাত্র/ছাত্রীবৃন্দের কাছে এবং অভিভাবকদের শ্রদ্ধার পাত্র হিসেবে উজ্জামান ছিলেন। আজকে ভারতের একটি হাসপাতালে বিকাল ২ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তজুমদ্দিন উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবার। শোক প্রকাশ করেছেন স্যারের ছাত্র/ছাত্রীবৃন্দ । বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। তজুমদ্দিন উপজেলা ড্রাগ সমিতির নেতৃবৃন্দ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শশীগনজ বাজারে ব্যবসায়ী বৃন্দ এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান