ইব্রাহিম আকতার আকাশ: বাংলাদেশ শিক্ষক সমিতি’র (সেলিম ভূঁইয়া) ভোলা সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার (১৫ ডিসেম্বর) ভোলা মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষকদের উপস্থিতিতে চর পাঁঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান রিপনকে সভাপতি ও জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
জেলা কমিটির আহ্বায়ক মাছুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির সোপান এবং এনামুল হক
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- আব্দুস শহীদ তালুকদার, মো. মনির উদ্দিন, নুরুন্নাহার বেগম, ফরিদ উদ্দিন, আব্দুল মন্নান, মহিবুল আলম, মিরাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, মহিউদ্দিন, রাশেদুল আলম, মো. ফোরকান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মো. জাকির হোসেন, অর্থ সম্পাদক রাসেল, ক্রীড়া সম্পাদক ইসমাইল, মহিলা বিষয়ক সম্পাদক কেয়া চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক কবির হোসেন, নির্বাহী সদস্য মো. ইব্রাহিম, কবির উদ্দিন খান, আব্দুর রহমান বাবলু, আশরাফ উদ্দিন ফারুক, রুহুল আমিন, মো. সেলিম, মো. বাবুল, আবু সায়েদ, কামাল হোসেন, আতাউর রহমান মঞ্জুর হোসেন, পরিতোষ চন্দ্র রায়, শ্রীবাস চন্দ্র দাস, মঞ্জু রানী সরকার, বিলাল হোসেন, জান্নাতুল ফেরদৌস মাটি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মন্নান, দক্ষিণ চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহমেদ, ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম, প্রধান শিক্ষক নুরুন্নাহারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
ভোলা নিউজ / টিপু সুলতান