ভোলার মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ ২ যুবলীগ নেতা আটক, জেল হাজতে প্রেরণ

মনপুরা প্রতিনিধি।।

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সহ উপজেলা যুবলীগের দুই নেতাকে আটক করে পুলিশ। শনিবার ভোর রাত ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে দুপুর ৩ টায় আদালতের মাধ্যমে আটককৃতদের ভোলা জেল হাজাতে প্রেরণ করে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ জাফর মেম্বার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর ও উপজেলা যুবলীগের সদস্য মহসিন। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন, চরযতিন ও সোনারচর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ মার্চ উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামায়। এই সময় ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ বাদী হয়ে পুলিশ এ্যাসল্ট মামলা করে। ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসাবে আটককৃতদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহসান জানান, আটকৃত ৩ আসামী পুলিশ এ্যাসল্ট মামলার আসামী। আটককৃতদের আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE