ভোলা-লক্ষ্মীপুর নৌ-পথে ৯ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ষ্টাফ রিপোর্টার।।

ভোলার ইলিশা-মজুচৌধুরীঘাট নৌ-রুটে ঘন কুয়াশার কারণে দীর্ঘ নয় ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। এতে আটকা পড়েন শতাধিক পণ্যবাহী ট্রাক।

আজ শুক্রবার সাড়ে ৯টার দিকে এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে মেরিন ইঞ্জিনিয়ার আলামিন বলেন,  কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীর চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। তাই নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসির এই কর্তৃপক্ষ আরও জানান, কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পাড় করা হবে। ভোলা-লক্ষ্মীপুর নৌপথে চারটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE