লালমোহন প্রতিনিধি।।
লালমোহনে কলেজ শিক্ষকের পদত্যাগের দাবীতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার হাজী নুরুল ইসলাম চৌধুরীর মহাবিদ্যালয়ের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কে টায়ার জ্বালিয়ে এবং রাস্তায় গাছ ফেলে আন্দোলন করতে দেখা যায় ওই কলেজের শিক্ষার্থীদের।
জানা যায়, সম্প্রতি কলেজের বেশ কিছু অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষার্থীরা লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ওই স্মারকলিপিকে কেন্দ্র করে কলেজের সামাজিক বিজ্ঞানের প্রভাষক মো. আশরাফুল জুমলাত উজ্জল কলেজের শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক দুরব্যবহারসহ লাঠি নিয়ে মারতে তেড়ে আসেন। এতে কলেজের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তারা শিক্ষকের অসৌজন্যমূলক আচরনের জন্য পদত্যাগ দাবী করে কলেজের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। পরে লালমোহন থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শকসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কথা শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দ্রত এ বিষয়ে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রাস্তা থেকে অবরোধ প্রত্যাহার করে।
এ বিষয়ে প্রভাষক মো. আশরাফুল জুমলাত উজ্জলের ব্যবহৃত মুঠোফোনে জানতে চেয়ে একাধিকবার কল করলে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুন জানান, কলেজকে উত্তোজিত করার জন্য এবং কলেজের ব্যাপারে ষড়যন্ত্র চলতেছে। যাতে কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়, এজন্যই মূলত এটা হচ্ছে। কলেজের সামনে আন্দোলনকারীদের বিষয়ে জানতে চাইলে এ অধ্যক্ষ আরো বলেন, এরা অধিকাংশই আমাদের কলেজের শিক্ষার্থী নয়, তারা বহিরাগত। লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, আন্দোলকারী শিক্ষার্থীদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান