৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
Home অপরাধ-ও-দুর্নীতি লালমোহনে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা।

লালমোহনে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা।

টিপু সুলতান।। ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে হাসিনা বেগম নামে ৪০ বছর বয়সী এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এরআগে শুক্রবার সন্ধ্যায় নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে গৃহবধূ হাসিনা বেগমকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন প্রতিবেশীরা। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৃহবধূ হাসিনা বেগম উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া এলাকার দুলা মিয়া বাড়ির মো. মনিরের স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী ছিলেন।

ওই গৃহবধূর ভাই মো. সালাউদ্দিন জানান, চাকরির সুবাধে হাসিনার স্বামী ঢাকায় থাকেন। তবে দীর্ঘদিন ধরে এলাকায় থাকা হাসিনার সঙ্গে তার ননদ ও বেয়াই-বেয়াইনের ঝামেলা চলছিল। এর কোনো প্রতিকার না পেয়েই হয়তো অভিমান করে শুক্রবার সন্ধ্যায় নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে হাসিনা। ওই সময় বসতঘরে কেউ ছিল না। তবে এর কিছু সময় পর হাসিনার মেয়েরা ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে যায়। ওই প্রতিবেশীরা ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তারা হাসিনা বেগমকে সেখান থেকে নামিয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

SHARE
ব্রেকিং নিউজ :