ভোলা বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোঃ নুরুল আহাদ তসলিম।
ভোলা বোরহানউদ্দিন, দালাল বাজারে সকাল আনুমানিক ১০ ঘটিকায়,টি, এ এন্টারপ্রাইজ বাস চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে যাওয়ার পথে বোরহানউদ্দিন উপজেলার ৪ নং কাচিয়া ইউনিয়নের দালাল বাজারে বাসের ধাক্কায়” মোঃ সফু (৪৫) পিতা মোঃ সামছুল হক দালাল, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থানে মৃত্যুবরণ করেন।
তার বাড়ি দালাল বাজারের” আশরাফ আলী দালাল বাড়ি।জনমনে আতঙ্ক বিরাজ করছে । ইতি পূর্বে এই এলাকায় অসংখ্য সড়ক দুর্ঘটনায় সংবাদ রয়েছে। বর্তমানে নিরাপদ সড়কের দাবিতে ঐ অঞ্চলের মানুষের একমত পোষণ করছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE