না ফেরার দেশে চলে গেলেন অধ্যক্ষ শামছুল আলম চৌধুরী।

টিপু সুলতান।। ভোলা সরকারি কলেজ ও আলতাজের রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবং প্রবীণ শিক্ষাবিদ সামছুল আলম চৌধুরী আজ রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৮ বছর । তার মৃত্যুতে গভীর শোক সমবেদনা প্রকাশ করেছেন শিক্ষক, ছাত্র-ছাত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও শোক প্রকাশ করেছেন ভোলা নিউজের প্রকাশক সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম ও ভোলা নিউজ পরিবার। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সাথে সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। আগামীকাল সকাল দশ ঘটিকার সময় ভোলার সরকারি স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। সকল ধর্ম প্রাণ মুসলমান জানাযা অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন মরহুমের পরিবার।

ভোলা নিউজ /টিপু সুলতান

SHARE