ভোলার বটতলা বাজারে গুদামঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট।।

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা বাজারে দৌলতখান উপজেলার পরিবেশক সমিতির সভাপতি বেপারী মো. আল আমিনের গুদামঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। শর্ট সার্কিটের মাধ্যমে শনিবার সকাল ৮ টার দিকে এ আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। আগুনে গুদামঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বটতলা বাজার সংলগ্ন উত্তর পাশের গুদামঘরে শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE