ভোলায় প্রাক্তন ছাত্রদের উদ্যোগে প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক।

ভোলায় প্রাক্তন ছাত্রদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র দাস-কে দেওয়া হয়েছে সংবর্ধনা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর ইউনিয়নের দক্ষিন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র-কে প্রাক্তন  প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই সংবর্ধনা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা ২ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব আলী আজম মুকুল,বিশেষ অতিথি হিসেবে আলহাজ্ব মনজুর আলম খান,মোঃ সাইদুজ্জামান,জাকির হোসেন তালুকদার,নাজমুল হাসান বাচ্চু,তৌহিদুল ইসলাম,শাহে আলম হাওলাদার।

সুকুমার চন্দ্র দাস প্রধান শিক্ষক হিসেবে ৭৬ নং পশ্চিম জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন জুন, ১৯৮৮ সালে। প্রায় ৩৬ বছর একই বিদ্যালয়ে চাকরি জীবন শেষ করেছে চলতি বছরের জুন মাসের ৬ তারিখে। সুকুমার চন্দ্র দাস প্রধান শিক্ষক হিসেবে শ্রেষ্ঠ শিক্ষক (রেজি: বেসরকারী প্রাথমিক বিঃ) ২০০৫সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-২০০৬ বিভাগীয় পর্যায়ে শ্রষ্ঠ শিক্ষক-২০০৬,প্রায় ১৬০০ শিক্ষার্থী স্বস্ব প্রতিষ্ঠিত হয়েছে তার হাত ধরে।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে,সাইদুল ইসলাম,সাইফুল ইসলাম,আমিনুল ইসলাম,ফয়সাল মিয়াজী,জামাল,আহসান,ইমন,মাকসুদ,সনজুমোঃ রিপন হাওলাদার ,আবুল কালাম আজাদ,মোঃ ফয়সাল মিয়াজী,বদিউজ্জামান পাখি,মোঃ আমির,মোঃজামাল,মোঃ সজিবউল্লাহ,মোঃ শফিক,মোঃ মহসিন এনটার প্রাইজ,মোঃ মাকসুদ,মোঃ আহসান হাবীব,মোঃ আনোয়ার হাওলাদার,রবিউল ইসলাম,এডভোকেট সেলিম,মোঃকাউসার,বিডি রাসেল,মোঃসামিম,মেহেদী আলম,মোঃ জাফর আহমেদ,শ্রাবন,ইমন,মোঃ ফিরোজ,আঃ রাজ্জাক,মোঃ মাহাবুব,তানবির আহমেদ প্রমূখ।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE