ভোলায় বিএমএসএফ’র কমিটি গঠন: সভাপতি শিমুল সম্পাদক নাহিদ।।

 

টিপু সুলতান : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ভোলা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।গতকাল শনিবার  (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শিমুল চৌধুরীর সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের ভোলা জেলা প্রতিনিধি প্রভাষক মো. জহিরুল হক, ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি এম রহমান রুবেল, ভোলার বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মাহে আলম মাহী, ঢাকা মেইল ও এক টাকার খবর এর জেলা প্রতিনিধি ইব্রাহিম আকতার আকাশ, ভোলা টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শান্ত, জনতার বাণী ও ভোলার বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মো. জামিল হোসেন, ভোলা নিউজের স্টাফ রিপোর্টার টিপু সুলতান, স্বদেশ বিচিত্রা পত্রিকার জেলা প্রতিনিধি দাউদ ইব্রাহীম সোহেল খান প্রমূখ।সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিজনেস বাংলাদেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি শিমুল চৌধুরীকে সভাপতি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এইচ এম নাহিদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।এ সময় নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE