ব্যবসায়ীর সঙ্গে নকল স্বর্ণ দিয়ে প্রতারণা, দুই নারীসহ গ্রেফতার ৩।।

ডেস্ক রিপোর্ট।। ভোলায় এক স্বর্ণ ব্যবসায়ীকে নকল স্বর্ণ দিয়ে প্রতারণার অভিযোগে এক পুরুষসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতাররা হলেন— চট্টগ্রাম জেলার পটিয়া থানার গোবিন্দখিল গ্রামের শারমিন আক্তার, কক্সবাজার থানার দক্ষিণ রুমানিয়া গ্রামের সুলতানা ইয়াসমিন ও পাবনা জেলার রনি মিয়া।ওসি মো. শাহীন ফকির  জানান, মঙ্গলবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাদল কৃষ্ণ নামের এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে নকল তামার সোনা বন্ধক রেখে ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারে করে পালিয়ে যাওয়ার সময় ইলিশা ফেরিঘাট এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ তাদের কাছ থেকে ৮ জোড়া তামার নকল সোনার গয়না, ৫২ হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।ওসি আরও জানান, প্রাইভেটকার নিয়ে এই প্রতারক চক্র দেশের বিভিন্ন জায়গায় নকল সোনা দিয়ে প্রতারণা করে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর করা মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে আদালতে সোপর্দ করেছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE