ভোলা নিউজ ডেস্ক :-ভোলার ফুটপাতে শীতের কাপড়ের দোকানগুলোতে বিক্রি বেড়েছে। বেশীর ভাগ ক্রেতাই নিম্ন আয়ের মানুষ। নতুন বাজার,শহরের কোর্ট মসজিদের সামনে সহ বেশকিছু জায়গায় গরমকাপড়ের দোকানগুলোতে বিক্রি বেড়েছে বলে দোকানীরা জানান। এছাড়া ভ্যানে করেও অনেকে শীতের পোশাক বিক্রি করছেন। দোকানগুলোতে কম্বল,প্যান্ট,শার্ট, চাদর, জ্যাকেট, সোয়েটার, মাফলার, কোট, কান টুপি, মোজাসহ হরেক রকম শীতের পোশাক ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে কিনতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় থাকে। পছন্দের পোশাকটি কিনতে ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে ছুঁটছেন । ক্রেতা বিক্রেতাদের দর দামে মুখরিত পুরোন কাপরের মার্কেট।
নতুন বাজারে পুরান কাপর বিক্রেতা ইমন বলেন, শীত বাড়লেই আমাদের বেচা বিক্রি বাড়ে। কয়েক দিনের তীব্র ঠান্ডায় আমাদের বিক্রি বেড়েছে । বিক্রেতা ফারুখ বলেন, দাম কম থাকায় পুরান কাপরের চাহিদা বেশি। সামনের দিনগুলোতে আরো বেশি বিক্রির আশা করেন।নতুন বাজারে শীতের কাপড় কিনতে আসা মিরাজ বলেন, আমরা গরীব মানুষ। শপিংমল থেকে শীতের পোশাক কেনার সামর্থ আমাদের নেই তাই আমি আমার পরিবারের সদস্যদের জন্য ফুটপাত থেকেই কাপর কিনি। এসব কাপড় কিছুটা পুরাতন হলেও শীত নিবারনের জন্য খুবই ভালো।
ভোলা নিউজ / টিপু সুলতান