টিপু সুলতান ঃ আজ ষোল ডিসেম্বর মহান বিজয় দিবস, সূর্যোদয়ের সাথে সাথে ৬.৩৪ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃস্তিস্তম্ভে ও ৬.৫০ মিনিটে বধ্যভূমিতে যথাযথ মর্যাদা মধ্যে দিয়ে ভোলা জেলা পুলিশ মহান বিজয় দিবস-২০২৩ পালন করেছে।মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে মাহিদুজ্জামান বিপিএম পুলিশ সুপার ভোলা পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় মামুনুর রশীদ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), রিপন চন্দ্র সরকার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও -১ জেলা বিশেষ শাখা,ইনচার্জ শহর ও যানবাহন শাখা, কোট পুলিশ পরিদর্শক, ভোলা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলা নিউজ / টিপু সুলতান