ভোলা জেলা মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী মো: হাসনাইন।।

 

জে আই সবুজ:-জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর ভোলা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন মো:হাসনাইন। সে দৌলতখান দিদারুল্লাহ ফাজিল মাদ্রাসার ফাজিল ৩য় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী।বুধবার জেলা শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ভোলা জেলা শিক্ষা অফিস ভবনে শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা) হিসেবে মনোনীত হওয়ায় মোঃ হাসনাইন পুরস্কার প্রাপ্ত হন ।মো. হাসনাইন মৃত :মাওলানা আব্দুল মালেক এর ছেলে । তার মা একজন গৃহিনী। ৯ ভাই বোনের মধ্যে সবার ছোট হাসনাইন। তার এই সাফল্যে মাদ্রাসায় এবং পরিবারে আনন্দের বন্যা বইছে।হাসনাইন বলেন,আমি বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। আমার পুরো পরিবার আমাকে সার্বিক সহযোগিতা করেছে। মা ও ভাই বোনের কাছে আমি ঋণী।সে মাদ্রাসার শিক্ষক সহ নির্বাচক মণ্ডলীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।জেলা শিক্ষা অফিসার দীপাক হালদার বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন মো:হাসনাইন।এতে আমি খুব আনন্দিত। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ সাংবাদিকদের বলেন,দোয়া করছি মো:হাসনাইন জাতে দেশ ও দশের সেবা করতে পারেন ।মোঃ হাসনাইন এর মা বিবি খাদিজা বলেন, মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, আমার ছেলে এই ধরনের সম্মাননা পাওয়ায়। একজন মা হিসাবে এটা আমার জন্য বড় প্রাপ্তির। সবার কাছে আমার ছেলের জন্য দোয়া কামনা করছি।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE