মনজু ইসলাম।।ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধনের ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা শহরের বাংলা স্কুল মোড়ে ওবায়দুল হক কলেজের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বাংলা স্কুল ও ওবায়দুল হক কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি পথসভা করা হয়।সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ভোলা জেলা কমিটির সভাপতি মুবাশ্বিরউল্লাহ চৌধুরী বলেন,ফিলিস্তিনের গাজায় ইসরাইলি কর্তৃক এখন পর্যন্ত শিশুসহ নিহতের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে।চার দিকে রক্তাক্ত, নিস্তব্ধ মানুষগুলো পড়ে আছেন বিদ্যুৎ বিহীন।আজকে আমেরিকার মতো একটি রাষ্ট্র ইসরাইলকে মদদ দিচ্ছে।যেই আমেরিকার বাংলাদেশ মুক্তিযোদ্ধার সময় বিরোধিতা করেছে। আজ আবার একই কায়দায় ফিলিস্তিনিদের স্বাধীনতার বিরোধিতা করেছে।আমেরিকার নামক দেশটি সব সময় স্বাধীন রাষ্ট্রের বিরোধিতা করে থাকে।সুজনের সভাপতি আরো বলেন, ফিলিস্তিনি মুসলমানের নির্বিচারে হত্যা করতে ইসরাইলের পক্ষে আমেরিকা যে ভাবে নৌবহর পাঠিয়েছে ঠিক একই কায়দায় বাংলাদেশের বিপক্ষে ও আমেরিকা নৌবহর পাঠিয়েছিল। ফিলিস্তিনি রাষ্ট্র যাতে স্বাধীন হতে পারে সে জন্য আমেরিকার সাম্রাজ্যবাদীদের নৌবহরের বিরুদ্ধে দাঁড়াতে হবে।প্রবীণ সাংবাদিক শওকাত হোসেন বলেন,ফিলিস্তিনির নির্যাতিত মানুষ গুলোর পক্ষে আমরা এখনে দাঁড়িয়েছি।আমরা ইসরাইলের অবৈধ কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি। যুদ্ধ অপরাধের জন্য জাতিসংঘের উচিত শাস্তির ব্যবস্থা করা। সারা বিশ্বের সকল মানবতাবাদী দেশগুলোর উচিত ইসরাইল নামক রাষ্ট্রকে আক্রমণ করে ভূমধ্যসাগরে পিছিয়ে দিয়ে ফিলিস্তিনিদের রাষ্ট্র তাদের হাতে তুলে দেওয়া। ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই। আল-আকসা মসজিদের মুক্তি চাই।এড. হোসেন শাহিন বলেন, সারা বিশ্বের মুসলমানদের পক্ষে আজকের মানববন্ধন। আমরা এমন একটি পর্যায়ে এসে রাস্তায় দাঁড়িয়েছি যখন ফিলিস্তিনের শিশুরা লাশের সারিতে শুয়ে আছে। হাজার হাজার মানুষ হাসপাতালে কাতরাচ্ছে।হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছে তাদের বোমা মেরে হত্যা করা হচ্ছে।তিনি আরো বলেন, মানবতাবিরোধী একটি রাষ্ট্রের নাম ইসরাইল।সারা বিশ্বের ইসলামবিরোধী যত কার্যকলাপ আছে যা ইসরাইল থেকে প্রচার করা হয়। ইসরাইল আজ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সময় নষ্ট না করে আমাদের ফিলিস্তিনি মুসলমানের পক্ষে সক্রিয় হয়ে শক্ত পদক্ষেপ নিয়ে দাঁড়াতে হবে। মুসলিম দেশগুলো ফিলিস্তিনিকে মৌখিকভাবে সমর্থন জানিয়েছে। অন্যদিকে ইহুদিদের পক্ষ মদত দেওয়া রাষ্ট্রগুলো নৌবহর পাঠানোর পাশাপাশি অস্ত্র খাদ্য গোলাবারুত দিয়ে সহযোগিতা করছে। অথচ মুসলমান রাষ্ট্রগুলো ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে এখনও সক্রিয় হয়ে দাঁড়াতে পারিনি।সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরণ বলেন,আজকে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের কে নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে এই মানববন্ধন।আজকে এখানে বিবেকবান মানুষরা এসে মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে।আমরা যুদ্ধ নয় শান্তি চাই। টেলিভিশনের দিকে তাকালেই ফিলিস্তিনের শিশুদের নির্বিচারে হত্যার খবর শুনতে হয়।কতো নির্মমভাবে হত্যা করা হচ্ছে। বর্তমানে ফিলিস্তিনের শিশুরা একটু খাবার পাচ্ছে না।তিনি আরো বলেন, যুদ্ধর কিছু নিয়ম রয়েছে, যেখানে অনেকগুলো বিষয় উল্লেখ্য করা থাকে। কিন্তু বর্তমানে ইসরাইল কোন নিয়ম না মেনে নির্বিচারে হত্যা করছে ফিলিস্তিনির মুসলমানদে-কে।আজ সময় এসেছে গোটা বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে হবে। তাদেরকে সহযোগিতা করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন,জেলা সভাপতি মুবাশ্বিরউল্লাহ চৌধুরী ,সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরণ, প্রবীণ সাংবাদিক আবু তাহের ,আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন ,দুদকের পিপি শাহাদাত হোসেন শাহিন, প্রাক্তন প্রধান শিক্ষক গোলাম মাহমুদ, মাইশা আক্তার বুশরা সুজনের সদর উপজেলার সম্পাদক মনিরুল ইসলাম ,কবি সুবর্ণা চৌধুরী প্রমুখ।
ভোলা নিউজ / টিপু সুলতান