ভোলাসহ ১৩ জেলার পুলিশ সুপার বদলি।

 

মনজু ইসলাম।। বাংলাদেশ পুলিশের ১৩ জন জেলার পুলিশ সুপার ও সাত ডিআইজিকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক কয়েকটি আদেশে এই রদবদল করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সিরাজাম মুনিরা।আদেশে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE