টিপু সুলতান।। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নি: শর্ত মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে ভোলায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে,জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-মহাসচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ বলছেন তত্ত্বাবধায়ক সরকার আর করা যাবে না ও সংবিধানের পরিবর্তন করা যাবে না। অথচ আওয়ামী লীগ এক সময় তত্ত্ববাধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছেন, সংগ্রর করেছেন ও হরতাল করেছেন। কিন্তু আওমী লীগ আজ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার বুঝেনা ও তত্ত্বাবধায়ক সরকার করা যাবে এটি বললে চলবেনা। তাই দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের অধিনে সংসদ নির্বাচনের দাবি করেন তিনি।এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সাধারন সম্পাদক হারুন-অর রশিদ ট্রম্যান জেলা শ্রমিক দলের জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক হাওলাদার সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হালদার সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদ আব্দুল আলিম মাতাব্বর প্রচার সম্পাদক জুয়েল মাল সহ বিভিন্ন উপজেলার ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রমূখ।এর আগে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-মহাসচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে ভোলা জেলা শ্রমিক দলে পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সকাল থেকে বিএনপির জনসমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দল দলে নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসমাবেশস্থলে যোগ দেন।
ভোলা নিউজ / টিপু সুলতান