মনপুরা প্রতিনিধি।।ভোলার মনপুরা উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ করেছে এক ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ে মনপুরা গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার সময় ইমরান ও তার সহযোগীরা নানাভাবে উত্ত্যক্ত করত তার শিশু সন্তানকে। মেয়ের কাছ থেকে কোন সাড়া না পেয়ে গত ১৪ই মে রাত আনুমানিক ১০-১১টার দিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নরপশুরা। ভুক্তভোগী মেয়ের বাবা সবুজ আরো জানান, বিষয়টি নিয়ে মনপুরা থানায় অভিযোগ দায়ের করেন এবং পুলিশ আসামির বড় ভাই ধর্ষণে সহযোগী হোসেনকে আটক করেছে। কিন্তু আসামি হোসেনকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার মোড়ল মাতব্বররা চাপ প্রয়োগ করছে। তারা মীমাংসার করে দিবেন বলে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছে। মনপুরার জাহাঙ্গীর সিকদার ও খোকন মামলা প্রত্যাহারের জন্য ভিকটিমের পরিবারকে নিয়মিত চাপ প্রয়োগ করে যাচ্ছেন বলেও জানিয়েছেন ভিকটিমের বাবা। তারা ধর্ষণের বিচার করে দিবেন বলেও জানান তিনি।বিষয়টি নিয়ে ওসি মনপুরা সাঈদ আহমেদ জানান, ভিকটিমের বাবা থানায় গতকাল লিখিত অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
ভোলা নিউজ / টিপু সুলতান