এ্যাডভোকেট জাকির হোসেন মনু আর নেই।।

 

কোর্ট প্রতিনিধি।।ভোলা বারের এ্যাডভোকেট জাকির হোসেন মনু কিছুক্ষন আগে এন্তে কাল করেছেন।দীর্ঘদিন অসুস্থ থাকার পর পরোপারে পারি জমান ভোলা বারের এই সুদক্ষ আইনজীবী। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তিনি মৃত্যু বরন করেন। আগামীকাল রোববার ভোলার আদালতে তার স্মরণে কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভোলা বারের আইনজীবী সভাপতি এ্যাডভোকেট সালাউদ্দিন হাওলাদার ভোলা বারের পিপি সৈয়দ আশ্রাফ হোসেন লাভু,জিপি নুরুল আমিন নুরুন্নবী, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম,সাভেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লিটু, ভোলা বারের সাধারণ সম্পাদক ইফতারুল হাসান শরীফ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেত। গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেছেন ভোলা নিউজ সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম সহ ভোলা নিউজ পরিবার।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE