বিশেষ প্রতিনিধঃআমাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যু বরণ করতে হবে যার প্রশিক্ষণ হিসেবে আমাদের কে রমজানের এই মাসকে উপহার হিসেবে মহান আল্লাহ দিয়েছেন। আজ পবিত্র ঈদ উল ফিতরের বক্তব্যে মৌলভীর হাট ডিগ্রী ফাজিল মাদ্রাসা ময়দানে খতিব মাওলানা মোঃ কামাল হোসাইন
খোদবায় এসব কথা বলেন । তিন সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত ঈদ উল ফিতরের খুদবায় আরো বলেন, আমাদের যেহেতু মৃত্যু বরণ করতেই হবে। যে আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সম্মানিত করেছেন যিনি আমাদের রিজিক দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ হলেও আমাদের পরিপূর্ণ মোসলমান হয়ে মৃত্যু বরণ করতে হবে। তাই আমাদের আজ থেকেই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতি নিতে গত এক মাস তিনি আমাদের প্রশিক্ষণের ব্যাবস্থা করে দিয়েছেন। রোজার মাধ্যমে প্রশিক্ষণের এই ১ মাস আমরা যারা উর্ত্তীন্ন হয়েছি। আর অবশ্যই বুঝতে পেরেছি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যে কিতাবে কোন সন্দেহ নেই ত্রুটি নেই সেই কিতাবকে সংবিধান হিসেবে মেনেই আমাদের খোদা ভীরুর সকল পদ্ধতি গ্রহন করতে হবে। যেহেতু মহান আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন আর তাদের এই শ্রেষ্টত্ব ধরে রাখার জন্যই কোরআনকে আমাদের ফাতেহ হিসাবে নাজিল করেছেন সেই কোরআন ই আমাদের তাকওয়া বান বানাতে সাহায্য করবে। আর আমাদের সর্বশেষ নবী হিসেবে হযরত মোহাম্মাদুর রসুলুল্লাকে আমাদের প্রথপ্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন। তার দেখানো পথে চলাই আমরা তাকওয়াবান হতে পারবো। আল্লাহর অপছন্দের সকল কাজ থেকে বেঁচে থাকার নাম ই তাকওয়া। মহান আল্লাহ আমাদের যা করার জন্য নির্দেশ দিয়েছেন তা করা আর যা না করার নির্দেশ দিয়েছেন তা না করাই আত্নসমর্পন। আর আমরা যার এই আত্নসমর্পনকারি হবো তারা ই মোসলমান। আমাদেরকে পবিত্র মাহে রমজানেরর প্রশিক্ষণ থেকে প্ররিপূর্ণ মোসলমান হওয়ার প্রস্তুতি নিয়ে আমাদের প্রথম মঞ্জিল কবর ও দ্বিতীয় মঞ্জিল কঠিন হাশরকে সফলতার সাথে মোকাবেলা করে জান্নাত পাওয়ার তৌফিক দান করুণ। তার সংক্ষিপ্ত এই খোদবা শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম জামায়াতের পরিসমাপ্তি হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান