শিক্ষা প্রতিনিধি।।পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো এই শ্লোগান কে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ভোলা শাখার উদ্যেগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার ভোলা শহরের সদর রোড এলাকায় ক্রিস্টাল ইন হোটেলের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুরস্কার বিতরণ করা হয়।ফুলকুঁড়ি’র ভোলা শাখার অর্থ সম্পাদক মোঃ ইরফানুর রহমান সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি’র ভোলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক গোলাম নবী আলমগীর।প্রধান আলোচক কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুড়ি ভোলা শাখার উপদেষ্টা মোঃ হাফিজুর রহমান ও সাংবাদিক মোঃ সোলাইমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদ উল্লাহ শহিদ, আদর্শ একাডেমির শিক্ষক জাভেদ মাহামুদ ফিরোজ,ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক খন্ডকালীন শিক্ষক মনির আহাম্মেদ , ফুলকুড়ি সাবেক পরিচালক ইব্রাহীম সবুজ, এ সময় আরো উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি ভোলা শাখার পরিচালক সাফওয়ান সহ ছাত্র ছাত্রী ও অবিভাবক বৃন্দ।
ভোলা নিউজ / টিপু সুলতান