ভোলায় পুলিশি অভিযানে জুয়াড়ি আটক; তাস ও নগদ টাকা উদ্ধার।।

মনজু ইসলাম।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট বাজার সংলগ্ন বাগান থেকে জুয়া খেলারত অবস্থায় তাস ও নগদ ৪৫৫০ টাকা সহ ১২ জুয়াড়িকে আটক করেছে ভোলা সদর মডেল থানার পুলিশ।

বৃহস্পতিবার (০২ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ ইনজামুল হোসেন, এসআই মোঃ রাজীব হোসেন, সঙ্গীয় ফোর্সসহ ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া ০৬নং ওয়ার্ডস্থ গনেশপুর (তেতুলিয়া) নদীর পাড়ে মনির মাষ্টারের বাগান হইতে ও ০৫নং ওয়ার্ডস্থ জনৈক ছলেমান মিয়ার বাগানের মধ্য হইতে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার নগদ ৪৫৫০ টাকা ও ০৩ সেট তাস সহ গ্রেফতার করেনন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। আবুল খায়ের(৪৫), ২। মোঃ রাকিব(২৩), ৩। মেঃ জসিম(২৬), ৪। মোসলেহ উদ্দিন(২৪), ৫। রুবেল(২৮), ৬। মোঃ মনির(৩৫), ৭। মোঃ মিরাজ(২৮), ৮। মোঃ শরীফ(২০), ৯। মোঃ লিটন মাঝি(৩৫), ১০। তামিম(২২), ১১। মোঃ নুর উদ্দিন(২৩), ১২। মোঃ রুহুল আমিন(৩৫), সর্ব ইউপি-ভেদুরিয়া, থানা ও জেলা-ভোলা। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE