স্টাফ রিপোর্টার।। ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের আগামী ০২ বছর(২০২৩-২৪)মেয়াদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি জনাব আব্দুর রহমান সাধারণ সম্পাদক জনাব নিজাম উদ্দিন। ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি বলেন এটি একটি সেচ্ছাসেবী সংগঠন । এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা করা।এই ধরনের সমাজ সেবামুলক কর্মকান্ড ভবিষ্যৎ চলমান থাকবে। সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ । এতে তমান বিওমান ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সাহায্যের উদার ও আবেদন ও জানার তিনি।
২০২৩-২০২৪ দুই বছরের জন্য সেন্ট্রাল কমিটি সভাপতি জনাব মোঃ আবদুর রহমান সিনিঃ সহ সভাপতি -জনাব মোঃ আবদুল্লাহ আল নেমানসহ সভাপতি –জনাব মোঃ ইব্রাহিম সাধারণ সম্পাদক –জনাব মোঃ নিজাম সহঃ সাধারণ সম্পাদক –জনাব মোঃ হাসনাঈন সাংগঠনিক সম্পাদক –জনাব সুমন হোসেন সহ সাংগঠনিক সম্পাদক –রুবেল হোসেন প্রচার সম্পাদক –মোঃ মমিন হোসেন সহঃ প্রচার সম্পাদক –মোঃ মঞ্জু কোষাধ্যক্ষ–মোঃ হাসান সহঃ কোষাধ্যক্ষ –মোঃ মিজান ক্রীড়া সম্পাদক –সাখাওয়াত বাবু সহঃ ক্রীড়া সম্পাদক –গোপাল মজুমদার আন্তর্জাতিক সম্পাদক –সামস আল মামুন রাসেলসহঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক –রাসেদ রাইহান সমাজসেবা বিষয়ক সম্পাদক –জনাব জামাল উদ্দিন উপ সমাজ সেবা বিষয়ক সম্পাদক –নুর আলম রোহিত ত্রান ও দূর্যোগ সম্পাদক –মহিবুল্লাহ মাসুদ উপ ত্রান ও দূর্যোগ সম্পাদক –মোঃ মনির উন্নয়ন সম্পাদক –জনাব মোঃ মাকসুদূর রহমান উপ উন্নয়ন সম্পাদক –নাজমুল মেহেদী ছাত্র বৃত্তি সম্পাদক –জাহিদ জুম্মান ধর্ম বিষয়ক সম্পাদক –মোঃ সাহাবুদ্দিন গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক –মোঃ শফিকুল ইসলাম দপ্তর সম্পাদক –মোঃ হেমায়েত উদ্দিন। কার্যকরী সদস্য মহিউদ্দিন মাহিন মোঃ জাহিদ বাচ্চু লোকমান হোসেন রাসেল সাংবাদিক মোঃ জুয়েল সাংবাদিক পিয়াস মাহমুদ রাসেল দেওয়ান মোঃ রাকিব হোসেন সামছুর রহমান মোঃ আজাদ হোসেন (ইঞ্জিনিয়ার) মোঃ দেলোয়ার হোসেন আনোয়ার ঢালী মোঃ সুজন মোঃ ইমরান হোসেন মোঃ হারুনুর রশীদ জসিম উদ্দিন সবুজ
ভোলা নিউজ / টিপু সুলতান