যোগদান করেই ভোলার সেরা ওসি জাকির।।

নিউজ ডেস্ক।।

সদ্য যোগদান করা দৌলতখান থানার ওসি জাকির হোসাইন ভোলা জেলার সেরা ওসি নির্বাচিত হয়েছেন।সেপ্টেম্বর/২০২২ মাসের যাবতীয় কার্যক্রমের ভিত্তিতে ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় জকির হোসেনকে ভোলার পুলি সুপার সাইফুল ইসলাম বিপিএম বিপিএম মাসিক কল্যান সভায় জাকিরকে পুরস্কৃত করে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে প্রথম মাসেই এ পুরস্কার পেয়ে যার সকল কৃতিত্ব দৌলতখান থানার সকল অফিসার ও ফোর্সের দিয়েছেন ওসি জাকির হোসেন। সবার দোয়া প্রার্থী যেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE