বাংলাদেশ জাতীয় মহিলা পার্টি’র নবনির্বাচিতদের সৌজন্য সাক্ষাৎ ।।

বিশেষ প্রতিনিধিঃ গঠন মূলক ও সুষ্ট ধারার রাজনীতির প্রবর্তক বাংলার যুব সমাজের বাতিঘর বিজেপির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছে জানিয়েছেনবাংলাদেশ জাতীয় মহিলা পার্টির ঢাকা মহানগর উওর এর নবনির্বাচিত আহবায়ক কমিটির আহবায়ক দিলরুবা ও সদস্য সচিব কনা সহ কমিটির সিনিয়র নেতৃবৃন্দ।২৬ আগষ্ট সন্ধায় এই সৌজন্য সাক্ষাৎ কারের জন্য বাটারা থানা বাংলাদেশ জাতীয় যুবসংহতির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।বিজেপির সকল সহযোগী সংগঠন গুলোসহ মূল দলকে ঢাকাসহ সারা দেশে আরো গতিশীল করার লক্ষ্যে দিক নির্দেশনা দেন বিজেবি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।বাংলাদেশ জাতিয় পার্টি রাজনীতি বিমুখ দেশের সকল তরুনদের বিজেপির ছায়াতলে এসে সৎসাহসী নেতৃত্বের সৃষ্টির আহবান জানান দেশবাসির প্রতি।

SHARE