নিউজ ডেস্ক।। সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন। বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮০ বছর বয়সী কবি ও সাবেক আমলা।তার মেয়ে আইরীন মাহবুব সাথি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাবা আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। সকালে হটাৎ করে অসুস্থ হয়ে পড়েন। দুপুর ১২টার দিকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানিয়েছে বাবা ম্যাসিব হার্ট অ্যাটাকে মারা গেছেন।