ভোলায় নৌ পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১।।

 

 

ইকবাল হোসেন রাজু।।ভোলা সদর উপজেলার ইলিশা নৌ থানার পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ সালাউদ্দিন (১৮) নামে ১ মাদক বহনকারীকে আটক করেছে নৌ থানার পুলিশ।রবিবার (৩১ জুলাই) বিকেল ৩.৩০ মিনিটের দিকে ইলিশা নৌ থানার (ওসি) মোঃ শাহাজালাল এর নেতৃত্বে এএসআই বিল্লাল,এএসআই মহিউদ্দিনসহ পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাটে অভিযানে করে ৫ কেজি গাঁজাসহ সালাউদ্দিনকে আটক করেন।আটককৃত মাদক বহনকারী সালাউদ্দিন ফেনি জেলার ছাগল নাইয়া থানার মটুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মৃত্যু সফিক আহম্মেদের ছেলে বলে জানা যায়।ইলিশা নৌ থানার (ওসি) মোঃ শাহাজালাল জানান মাদক বহনকারীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।

SHARE