শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ার ন্দীগ্রামে পৃথক পৃথক অভিযানের গাঁজা সেবনের অভিযোগ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার রাতে নন্দীগ্রাম থানার উপ- পরিদর্শক (এসআই) নুরুল ইসলান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় আলীর বটতলা নামক স্হান থেকে গাঁজা সেবনের সময় ৪ জনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতারা হলেো- নন্দীগ্রাম উপজেলাধীন পারশুন গ্রামের রেজাউল করিমের ছেলে আবু বক্কর ছিদ্দিক, রতিন্দ্র নাথ প্রামাণিকের ছেলে মিলন চন্দ্র, নিপেন চন্দ্র মাঝির ছেলে আকাশ চন্দ্র মাঝি ও রাধা নাথের ছেলে রামকৃষ্ণ চন্দ্র।অপর দিকে একই রাতে থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার কালিকাপুর অভিযান পরিচালনা করে গাঁজা সেবনের সময় ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে মোঃ মনির মিয়াকে গ্রেফতার করে।নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, পৃথক পৃথক গাঁজা সেবনের অভিযোগ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু পূর্বক আজ দুপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।