চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।।

 

নাজিম উদ্দীন প্রতিনিধি , চরফ্যাশন॥ ভোলার চরফ্যাশনের চর আইচা গ্রামে শনিবার সকালে পুকুরের পানিতে ডুবে সোহানা (৫), ফাতেমা (৪), নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।নিহত সোহানা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. ফজলুর মেয়ে, ফাতেমা টাংঙ্গইলের নগরপুর থানার ভাবড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মো.মতিনের মেয়ে। সম্পর্কে তারা খালা-বোনজি। ফাতেমা তার নানা বাড়ি বেড়াতে এসেছিল।স্থানীয়রা জানান, সকালে বাসার পাশে দুই শিশু (খালা, বোনজি) খেলতেছিল। কিছুক্ষণ পর তাদেরকে স্বজনরা দেখতে না পেয়ে খোঁজা খুঁজি করে বাসার পাশের্^র পুকুরে ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো.শাখাওয়াত হোসেন এর সত্যতা নিনশ্চিত করেছেন।

SHARE