মনজু ইসলাম।।ভোলায় জেলা পুলিশের আয়োজনে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) ভোলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন করেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। পুলিশ সুপার প্যারেড পরিদর্শণ শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা। এ সময় আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলা,মোঃ জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল, ভোলা, মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), সকলা থানার অফিসার ইনচার্জগণ, আরআই পুলিশসহ জেলা বিভিন্ন ইউনিটের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন