ভোলা নিউজ প্রতিবেদক।। শরিফ ডাক্তারের শরিরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। আশংকা জনক অবস্থায় ইভার কেয়ারে আনা হলেও এখন কিতি সম্পুর্নণ আশংকা মুক্ত রয়েছেন। পবিত্র রমজানে ভোলার গ্রাম থেকে শহরে দোয়ার আয়োজন এবং সাধারণ মানুষ আকুতি জানিয়ে ও দোয়া চেয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেখেই বুঝা যায় সকল মতের উর্ধ্বে উঠে ডাক্তার শরিফ আহমেদই ভোলার রিয়েল হিরো। মানুষের দোয়ায় সকলের প্রিয় শরিফ ডাক্তার এভার কেয়ার হাসপাতালে পর্যবেক্ষনে থাকলেও আগের চেয়েও অনেক ভালো আছেন বলে জানিয়েছেন ডাক্তাররা। ভোলা নিউজকে আজ ঢাকা থেকে রওয়ানা দিয়ে এমনটা নিশ্চিত করেছেন ভোলায় তার কাছের মানুষ যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহিন। তিনি আরো জানান আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন বলে প্রত্যাশা করেছেন তার ডাক্তাররা।
ভোলা দ্বীপের অসহায় মানুষের হার্টের খবর নিতে গিয়ে নিজের হৃদয়ের কথা বেমালুম ভুলেই গেছেন ভোলার সকলের প্রিয় শরিফ ডাক্তার। বিসিএস দিয়ে পাওয়া সরকারি চাকুরিও ছেড়ে দিয়েছেন ভোলার অসহায় গরিব রোগিদের চিন্তা করে। করোনার প্রথম ঢেউয়ে যখন অচেনা এই ভাইরাস নিয়ে ভয়ে দিশেহারা প্রশাসনসহ ভোলার মানুষ। তখন করোনা যুদ্ধা হয়ে শুধু যুদ্ধই করেননি, দিন রাত রাস্তায় থেকে সাহস যুগিয়েছেন দিক হারা ভোলার মানুষদের। সেই সাথে ভোলার দুর্নীতি পরায়ণ স্বাস্থ্যসেবার সকল অনিয়ম নিয়ে প্রতিবাদে সরব ছিলেন এই প্রতিবাদি সৎ সাহসি ডাক্তার। করোনায় ভোলা হাসপাতালে গাইনি ডাঃ সাইফুর রহমান ছাড়া আর কোন ডাক্তারকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তখন ভোলা হাসপাতাল থেকে ষড়যন্ত্র করে বের করে দেয়া সেই শরিফ আহমেদ ই ভোলা হাসপাতাল চালিয়ে রেখেছেন করোনা রুগিদের চিকিৎসা দিয়ে। আজ এই গরিবের ডাক্তারের রোগ মুক্তি কামনায় ভোলার বন্দর নগরী ইলিশা সহ সকল উপজেলায় দোয়ার আয়োজন করেছেন সাধারণ মানুষ। মহান আল্লাহ অসহায় মানুষের চিকিৎসার কথা চিন্তা করে হলেও দূত শরিফ আহমেদকে সুস্থ্য করে ফের ভোলাবাসির নেয়ামত দ্বীপের মানুষের খেদমতে ফিরিয়ে দেয়ায় স্বস্তি প্রকাশ করেছে, ভোলর সাধারণ মানুষ।