মনজু ইসলাম। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জেলার সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রান গোপাল দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থনীতিবীদ ড.আশিকুর রহমান শান্ত। এক শোক বার্তায় যুবলীগের কেন্দ্রীয় নেতা ড.শান্ত জানান, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রান গোপাল দে সড়ক দুর্ঘটনায় পরলোক গমন করেছেন।আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তোপ্ত পরিবারবর্গের সাথে সমব্যথা প্রকাশ করছি। শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে ভোলা শহরের খালপাড় রোড এলাকার বাড়ি থেকে বের হন প্রাণ গোপাল। পরে হাঁটতে হাঁটতে দরগা রোড এলাকায় এলে দ্রুতগামী যাত্রীবাহী অটোরিকশা চাপা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক মৃত ঘোষণা করেন।