মনজু ইসলাম।। বঙ্গবন্ধু দর্শন, সমবায় উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ (৬ নভেম্বর ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব )মামুন আল ফারুক। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী।অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,জেলা প্রশাসক কার্যালয়ের উপ পরিচালক রাজীব আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা,সুশাসনের জন্য নাগরিক কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জেলা সমবায় অফিসার মোঃ হুমায়ুন কবির, সমবায় অফিসার কেশব চন্দ্র মাঝি।অনুষ্ঠানে সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ও সমবায় কর্মকর্তা ও সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।র্যালী টি শহরের গুরুত্বপূর্ণ পথ প্রতিক্ষণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়।