ভোলার মন্দিরে ডঃ শন্ত’র পক্ষে যুবলীগের সি.সি ক্যামেরা উপহার

 

 

বিশেষ প্রতিনিধিঃ  ভোলার কাঁচাবাজার রোডের কুমারপট্টি_কালিমাতা মন্দিরের নিরাপত্তা জোরদারে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট  অর্থনীতিবিদ  ডক্টর_আশিকুর_রহমান_শান্ত’র প্রীতি উপহার ৪টি সি.সি ক্যামেরাসহ আনুসাঙ্গিক সামগ্রী সমুহ মন্দির কমিটির নিকট হস্তান্তর করেন ভোলা যুবলীগের নেতৃবৃন্দ।২৪ অক্টোবর, রোববার বেলা ১১টায় ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহিন, মনিরুল ইসলাম,হাবিবুর রহমান হাবু, আরিফুর রহমান রুমন, ফয়সাল বাবু,মেহেদী হাসান সোহেল, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাখাওয়াত হোসেন রনি,ঈসমাইল হোসেন নয়ন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন শান্তর নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীগণ ডঃ আশিকুর রহমান শান্ত’র প্রীতি উপহার মন্দির কমিটির কাছে পৌঁছে দেন।মন্দির কমিটির পক্ষে প্রীতি উপহার গ্রহন করেন, জেলা পুঁজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক বাবু অসীম সাহা, সদর উপজেলা পুঁজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী শান্ত ঘোষ, কুমারপট্টি কালিমাতা মন্দিরের উপদেষ্টা সাবেক পৌর কাউন্সিলর বাবু গোপাল চন্দ্র সাহা,মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী বাবুল সাহা, সাধারন সম্পাদক বাবু প্রবীর রায়, মন্দিরের সম্মানীত পুরোহীত শ্রী সোমনাথ চক্রবর্তী প্রমুখ।এসময় যুবলীগ নেতৃবৃন্দ বলেছেন, পর্যায়ক্রমে ভোলার গুরুত্বপুর্ন মন্দির সমুহকে আমাদের কেন্দ্রীয় নেতা ডঃ আশিকুর রহমান শান্ত ভাইর পক্ষ থেকে সি.সি ক্যামেরার আওতায় আনার সুব্যবস্থা করা হবে।

SHARE