ভোলায় সাবেক এমপি পার্থ কে সংবর্ধনা

 

 

টিপু সুলতান : ভোলা পৌরবালিকা মাধ্যমিক বিদ্যালয় দাতা ও প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী ও ঢাকা সিটিকরপোরেশনের মেয়র নাজিউর রহমান মন্জু, র পরিবারের সদস্য ভোলা-১ আসনের সাবেক সংসদ আন্দালিব রহমান পার্থ ভোলায় আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন ভোলা পৌরবালিকা বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। আজ রোববার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় স্কুলের উন্নয়নের বিষয় নিয়ে নানা প্রসঙ্গ তুলে ধরেন। প্রয়াত সাবেক মন্ত্রী নাজিউর রহমান ভোলা শহরের প্রান কেন্দ্র পুরাতন যুগীরঘোল এলাকায় ১৯৮৬ সালে ১০৭ শতাংশ জমি নিজে ক্রয় করে এ স্কুলটি করেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে নির্মানকৃত স্কুল ভবনটি জরাজিন্ন হয়ে পরায় পুরাতন ভবনটি সংস্কার করার দাবি তুলে ধরেন । এ সময়ে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ ও প্রতিষ্ঠান সভাপতি মাকসুদুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

SHARE