বোরহানউদ্দিন কুতুবা ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

 

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মঙ্গল ও বুধবার এসব চাল বিতরণ করেন কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া। কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া জানান, কুতুবা ইউনিয়নে নিবন্ধনকৃত ১ হাজার ৪ শত ২ জন জেলে রয়েছে। তার মধ্যে ২০ কেজি করে ১ হাজার ৩ শত ২০ জন জেলেদের জন্য বরাদ্দ পেয়েছি। মঙ্গলবার ও বুধবার ২০ কেজি করে জেলেদের মাঝে এসব চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এসময় ট্যাগ অফিসার উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান, ইউনিয়ন মৎস্য প্রতিনিধি ফখরুল ইসলামসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

SHARE