মনজু ইসলাম।। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি’র) ভোলা সদর উপজেলার সভাপতি আবদুল্লা আল মামুন খসরুর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড.আশিকুর রহমান শান্ত। ড.শান্ত তার ফেসবুক পেইজে এর শোকবার্তায় বলেন, আমার শ্রদ্ধেয় খসরু চাচা গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া – ইন্নাইলাইহি রাজিউন । আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু’র সাহেব’র সবচেয়ে বিশ্বস্ত মানুষ গুলির মধ্যে একজন ছিলেন তিনি। সকল বিপদে ও সংগ্রামে তিনি আমার বাবা’র জন্য সম্পূর্ন সততা দিয়ে কাজ করতেন। আমি যখন আনুষ্ঠানিক ভাবে রাজনীতিতে পা রাখি – তার ভালোবাসা ও স্নেহ আমাকে একজন রাজনৈতিক কর্মী হতে সহযোগিতা করে। খসরু চাচা আমাকে ভালোবাসতেন আমার জন্য সব সময় দোয়া করতেন। আমাকে বলতেন তিনি আমার মধ্যে আমার বাবাকে খুজে পান। আজ খসরু চাচা আর নেই… আমি ও একজন আপন অবিভাবক হারালাম। আপন জনদের মৃত্যু থেকে বেদনাদায়ক আর কিছু হতে পারে না… আল্লাহ খসরু চাচাকে জান্নাতুল ফেরদৌস দান করুন (আমিন)।