ভোলার পশ্চিম ইলিশায় বিদ্যুপৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ইয়ামিন হোসেনঃ

ভোলা নিউজ-০৮.০৫.১৮

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার চরপাতা গ্রামে বিদ্যুপৃষ্ঠ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূএে যানাযায় পশ্চিম ইলিশা মফিজিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাএ ও চরপাতা গ্রামের জশিম উদ্দিনের ছেলে ফজলে রাব্বী (১৫) মঙ্গলবার সকালে ঘরে ফ্যান লাগাতে গেলে বিদ্যুপৃষ্ঠ হয়, পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই বিষয়ে ভোলা সদর থানার এস আই ছগির মিয়া জানান, জেলা প্রশাসক এর অনুমতি নিয়ে লাশ পোস্টমর্টেম ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

SHARE