ভোলায় অবৈধ কারেন্ট জাল জব্দ

 

 

 

মনজু ইসলাম।। ভোলায় কোস্টগার্ডের পৃথকভা‌বে অ‌ভিযান চা‌লি‌য়ে ২০ লাখ মিটার অ‌বৈধ‌ কা‌রেন্ট জাল জব্দ ক‌রে‌ছে কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের সদস‌্যরা। জব্দকৃত জা‌লের আনুমা‌নিক মূল‌্য প্রায় ৭ কো‌টি টাকা ব‌লে জা‌নি‌য়ে‌ছে কোস্টগার্ড।আজ র‌বিবার (২২ আগস্ট) দুপু‌রে কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের মি‌ডিয়া কর্মকর্তা বিএন এস.এম তাহ‌সিন রহমানের স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়।তি‌নি আ‌নো জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গতকাল শ‌নিবার (২১ আগস্ট) রা‌তে কোস্টগার্ড সদস‌্যরা অ‌ভিযান চা‌লি‌য়ে ভোলা সদ‌রের খেয়াঘাট ও শহ‌রের কা‌লিনার্থ বাজার এলাকায় থে‌কে দুই‌টি বোরাকে ভ‌র্তি ওই কা‌রেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্টগা‌র্ডের উপ‌স্থি‌তি টের পে‌য়ে জ‌ড়িতরা পা‌লি‌য়ে যাওয়ায় কাউ‌কে আটক করা যায়‌নি। প‌রে জব্দকৃত জাল আজ র‌বিবার সকা‌লে ভোলার মৎস‌্য কর্মকর্তার উপ‌স্থি‌তি‌তে আগু‌নে পু‌ড়ি‌য়ে বিনষ্ট করা হয়।

SHARE