ভোলায় শোক দিবসে বৃক্ষরোপন ও বিরতণ

 

 

মনজু ইসলামঃ ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ভোলার ব্যাংকের হাট শাখার আয়োজনের বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকালে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রর জোনাল ম্যানেজার মোঃ রুহুল কুদ্দূসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজল ইসলাম মাস্টার। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাই মাস্টার, পদক্ষেপের এরিয়া ম্যানেজার অপূর্ব রায়সহ প্রমূখরা। এসময় তারা ৩ শতাধিক মানুষের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ শেষে বৃক্ষরোপন করেন।

SHARE