ভোলায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে যুব‌ক নিহত

মনজু ইসলামঃভোলায় পা‌নির মোট‌রের কাজ কর‌তে গি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে মোঃ পার‌ভেজ (২৫) না‌মে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। নিহত পার‌ভেজ ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার কুতুবা ইউ‌নিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের ছোট মা‌নিকা গ্রা‌মের দিল মোহাম্মদের ছে‌লে আজ মঙ্গলবার দুপু‌রের ওই গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।স্থানীয়রা জানান, সকাল থে‌কে নিহত পার‌ভেজ তা‌দের পা‌শের ব‌শির আহ‌ম্মেদের বা‌ড়ির পা‌নির মোট‌রের কাজ কর‌ছি‌লেন। ওই সময় হঠাৎ বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে সে আহত হয়। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে বোরহানউ‌দ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানকার চি‌কিৎসকরা তা‌কে মৃত‌ ঘোষণা ক‌রেন।বোরহানউ‌দ্দিন থানার এসআই মোঃ মেজবাহ উ‌দ্দিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন।

SHARE