মনজু ইসলাম।সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী বর্তমান ভোলা সদর আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহম্মদ(এমপি ) সুস্থ্যতা কামনা করে দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।আজ শুক্রবার জুম্মাবাদ ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে পরানগঞ্জ বাজার জামে মসজিদে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব দোয়া মুনাজাতের আয়োকন করেন। উক্ত দোয়া অনুষ্ঠানে কাচিয়া ইউনিয়নের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসুল্লিসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মী অংশগ্রহণ করেন।দোয়া অনুষ্ঠানে ৬৯ এর গণঅভ্যুত্থান এর মহানায়ক বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহম্মেদ এর পূর্ণ সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন পরানগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আমানউল্লাহ্ ওসমানী।এই সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব,কাচিয়া বাঘা বাড়ী মাদ্রাসার সুপার আবদুল খালেক, কাচিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলায়েত হোসেন, এডভোকেট শাহাদাত হোসেন শাহীন প্রমূখ।