মাসুদ রানা বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়ন থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।আটককৃত দুইজন এলাকায় মাদক ও জ্বীন ব্যবসায়ী হিসেবে বহুল আলোচিত। তাদের কালোটাকা ও ক্ষমতার দাপটে স্থানীয় এলাকার নিরীহ শান্তিপ্রিয় মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না বলে জানাগেছে।
অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলা’র সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (১৪ মে) মধ্যরাতে এসআই মোঃ ফখরুল হাসান লিখন সঙ্গীয় অফিসার এএসআই মোঃ ইলিয়াস,, এএসআই মোঃ আনোয়ার হোসেন ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ ধৃত আসামী নুরনবীর বসত বাড়ীর সামনে থেকে আসামী ১,. মোঃ নুরনবী (৪২), পিতা-মৃত হাবিবুল্লাহ, সাং-ফুলকাচিয়া, ০৫নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা ২. মোঃ ইউসুফ হাওলাদার (৩২), পিতা-মোঃ মোস্তফা হাওলাদার সাং-চকডোষ ৭নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা দ্বয়ের হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা হয়েছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর সাথে আরো এক ডজন মাদককারবারি রয়েছে বলে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়। তাদের মতে, এ চক্রটি মাদক কথিত জ্বীন ও নানা অবৈধ ব্যবসার মাধ্যমে কোটি টাকার মালিক বনে গেছে। এদের রয়েছে বহুতলা ফাউন্ডেশন বাড়ি, নামে-বেনামে জমি, দামি মোটরসাইকেল ও নানা ধরনের ব্যবসা। এলাকার শান্তিপ্রিয় মানুষ এদের দাপটে অসহায় হয়ে পড়েছে। সবার মধ্যে চাপা এক ভয় বিরাজ করছে, কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এখনই চক্রটির মূলোৎপাটন করা না গেলে এদের ডালপালা আশংকাজনক ভাবে ছড়িয়ে পড়বে।