টিপু সুলতানঃ ভোলা সদরের শপিংমল গুলোতে এবং অলিগলি সব মার্কটে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।করোনা ভাইরাস যার রুপান্তরিত নাম কভিড (১৯)। কিন্তুু এ বছর মহামারী করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ রুপ নিয়েছে। এ ভাইরাস বাংলাদেশ সহ পুড়ো বিশ্ব আতঙ্কিত, তা জেনে ও কোন সচেতন নেই ভোলার মানুষের। মহিলা ও পুরুষ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কেনাকাটা করছে ঈদের শপিং গায়ে গায়ে লেগে।এসকল লোকদেরকে নেই কোন সচেতনতা। শপিংমল গুলোর মালিকেরা মানছেনা কোন নিয়মকানুন, এমনটাই আজকে শপিংমল গুলোতে ভোলার অলিগলি সব মার্কটে দেখা গিয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহাদ্বয়ের নিকট দৃষ্টি আকর্ষণ করছি শপিং মহল গুলোর প্রতি নজর রাখতে