আরিয়ান আরিফঃবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে ভোলায় দোয়া মুনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সদর থানা যুবদল ও পৌর যুবদল।শুক্রবার (৭ই মে) সন্ধ্যায় ভোলা শহরের উকিল পাড়ার হোটেল দি প্যাপিলন কনভেনশন সেন্টারে দোয়া মুনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, করোনার ভয়াবহতা থেকে পরিত্রাণ ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের মাগফিরাতসহ মুসলিম উম্মার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ ইমরান হোসেন।থানা যুবদলের সদস্য সচিব জাকির হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোপান সাংগঠনিক সম্পাদক এনামুল হক যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক জেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আবুল কালাম। পৌর যুবদল আহবায়ক ফারুক সিকদার সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও পৌর যুবদলের নেতা কর্মী।