বোরহানউদ্দিন মায়ের সাথে অভিমান করে মেয়ের বীষপান

 

 

মিলি সিকদার। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুলাইপত্তন বাসিন্দা সুসান্ত দে এর মেয়ে স্বপ্না দে মায়ের সাথে রাগ করে গত ২৯.৪.২১.রাত আনুমানিক ৭, ০০ ঘটিকায় বিষ পান করে লালমোহন হাসপাতালে ভর্তি।স্বর্না দে এর সাথে কথা বললে তিনি বলেন,একই এলাকার মাষ্টার বাড়ির স্বগীয় তপ্বনের ছেলে অলকের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক।সে আমাকে বিয়ে না করায় আমি তার বিরুদ্ধে মামলা করেছি।এখন আমার সে মামলা মোকদ্দমা আর ভালো লাগে না। তাই আমি মামলা তুলে নিতে চাই। কিন্তু আমার মা র্জনা দে তা চায় না।এ নিয়ে কথা কাটাকাটি হলে মা আমাকে একপর্যায়ে মারধর করে। তাই আমি রাগ হয়ে কীটনাশক ঔষুধ পান করি।এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ বলেন,আমরা লিখিত অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নিবো।

SHARE